W3vina.COM Free Wordpress Themes Joomla Templates Best Wordpress Themes Premium Wordpress Themes Top Best Wordpress Themes 2012

সেলফি তুলতে গিয়ে মৃত্যু অ্যাথলেটের

সেলফি তুলতে গিয়ে এবার মৃত্যু হলো এক ভারতীয় অ্যাথলেটের। ভারতের জাতীয় স্তরের স্টেপলচেজার ছিলেন ওই অ্যাথলেট। ঘটনাটি ঘটেছে ভূপালের সাই সেন্টারে।
11
ভূপালের স্পোর্টস ডিরেক্টর মিনা ভোরা জানান, গত শনিবার সন্ধ্যায় অনুশীলন শেষে তিন নারী অ্যাথলেট মিলে গল্প করতে করতে সাইয়ের সেন্টার লাগোয়া পুকুরের পাশে গিয়ে দাঁড়ান। পুকুরে মাছ ভাসতে দেখে তাদের পেছনে রেখে সেলফি তুলতে গিয়েছিলেন সেই তিন অ্যাথলেট। তাতেই ঘটলো যতো বিপত্তি।

অ্যাথলিট পূজা কুমারীর হাতে ছিল মোবাইল। তিন বন্ধুকে ক্যামেরার ফ্রেমে আনতে গিয়ে খেয়াল করেননি পুকুরের পাড় টপকে চলে এসেছেন তিনি। এরপরই হুড়মুড়িয়ে পড়ে যান পুকুরে। সাঁতার জানতেন না পূজা। বাকি দুই বন্ধুর একই অবস্থা। তারাও সাঁতার জানতেন না।

বাধ্য হয়ে পূজাকে উদ্ধার করার জন্য তারা দৌড়ে যান হোস্টেলে অন্য বন্ধুদের ডাকার জন্য। ততক্ষণে পূজা পুকুরের পানিতে ডুবে গেলেন। উদ্ধারে বিলম্ব হওয়ার কারণে সলিল সমাধি ঘটে পূজার।

এ ঘটনায় স্তম্ভিত গোটা ভুপালের ক্রীড়াঙ্গন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। রোববার বিকেলে মৃত পূজাকে উদ্ধার করা হয়। এরপর পাঠানো হয় ময়নাতদন্তে।

You must be logged in to post a comment Login