W3vina.COM Free Wordpress Themes Joomla Templates Best Wordpress Themes Premium Wordpress Themes Top Best Wordpress Themes 2012

লাকসাম পৌরসভার নবনির্বাচিত মেয়রকে সংবর্ধনা

Filed under: লাকসাম |

লাকসাম পৌরসভার নবনির্বাচিত মেয়র অধ্যাপক আবুল খায়েরকে সংবর্ধনা জানালো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত লাকসাম মনোহরগঞ্জ থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন “লাকসাম মনোহরগঞ্জ স্টুডেন্টস্ ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়”।
WP_20160115_18_27_16_Pro
শুক্রবার সন্ধ্যায় মেয়রের নিজ বাসায় এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি আরিফুর রহমান মজুমদার ও সাধারন সম্পাদক হানিফ ওয়াহিদের নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ফয়জুল ইসলাম ফিরোজ, যুগ্ম সাধারন সম্পাদক আখি আলম রকি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় নর্বনির্বাচিত মেয়র আবুল খায়ের বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের সকল অর্জন ও প্রাপ্তিতে অগ্রণী ভুমিকা রেখে চলছে। তেমনি ভাবে তোমার যারা লাকসাম মনোহরগঞ্জ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছো, তোমরা আধুনিক লাকসাম গঠনে আমাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করবে। এছাড়া তোমরা নিজেরাও বিভিন্ন ভাবে লাকসামের জন্য অবদান রাখো, আমি সব সময় তোমাদের সাথে থাকব।

You must be logged in to post a comment Login