W3vina.COM Free Wordpress Themes Joomla Templates Best Wordpress Themes Premium Wordpress Themes Top Best Wordpress Themes 2012

একাধিক ধারাবাহিক ও খন্ড নাটকে ব্যস্ত পরাণ

Filed under: বিনোদন |

বিনোদন ডেস্ক ॥ এই সময়ের অন্যতম তরুণ অভিনেতা পরাণ। সম্প্রতি একাধিক ধারাবাহিক নাটক ও ডজনখানেক খন্ড নাটকে অভিনয় করেছেন। আরও কয়েকটি নাটকে অভিনয়ের কথা চলছে।
কাজ করতে চান চলচ্চিত্রে। বিশেষ করে ডিপজলের অভিনয়ের ভক্ত পরাণ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে এ অঙ্গনে প্রতিষ্ঠা পেতে চান। সে লক্ষ্যে নিজেকে প্রস্তুত করতে প্রতি নিয়ত বৈচিত্র্যময় অভিনয়ে পারদর্শী করে তুলতে কঠোর অনুশীলন করে চলেছেন তিনি।
pic 1(1)
টিভি মিডিয়ায় কাজ সম্পর্কে পরাণ জানান, মিডিয়ায় তার প্রথম কাজ আকাশ রঞ্জন এর রচনা ও মোশরফ হোসেন লিটনের পরিচালনায় ধারাবাহিক ‘রঙের মেলা।’ এ নাটকে গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন তিনি।
এছাড়া অঞ্জন আইচ পরিচালিত ‘জলফড়িংয়ের গান’ এবং ‘ঘাস ফুল’ দুই ধারাবাহিক নাটকসহ ডজনখানেক খন্ড নাটকে অভিনয় করেছেন।

বর্তমানে তিনি আকাশ রঞ্জনের রচনায় নন্দিত অভিনেতা ও পরিচালক মীর সাব্বিরের দর্শক প্রিয় ধারাবাহিক নাটক ‘নোয়াশাল’ এ অভিনয় করছেন। এছাড়া আরও কিছু ধারাবাহিক ও খন্ড নাটকে অভিনয়ের কথা চলছে বলে জানান তিনি।

You must be logged in to post a comment Login